Kolkata Rain, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ বর্ষা (Monsoon) বিদায়ের পরও বৃষ্টি (Rain) থেকে রেহাই নেই আলোর উৎসবের আবহে বাংলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ বেলা বাড়লে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের জেরেই বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া

কালিপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?

তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরের তাপমাত্রা ক্রমে কমতে শুরু করেছে শনিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

উৎসবের আবহে বাংলাজুড়ে দুর্যোগের ভ্রূকুটি, কালিপুজোতে ভাসবে কলকাতা?