কলকাতাঃ সোমবারের (Monday) ব্যস্ত সকালে বাংলাজুড়ে উত্তুরে হাওয়ার দাপট। রোদ ঝলমলে আকাশের সঙ্গে ঠান্ডা হাওয়াই কি শীতের আগমনী বার্তা? নাকি এটা শুধুই ট্রেলার এই নিয়ে সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই ব্যাপারে ঠিক কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরভারতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আর তার জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমি জেলাগুলোতে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ১৭ ডিগ্রির নীচে নামতে শুরু করেছে তাপমাত্রা। কোথাও আবার ১৩ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। পিছিয়ে নেই কলকাতাও। শহরের তাপমাত্রা ১৮ ছুঁইছুঁই।
আজ, সোমবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির আশেপাশে। সকাল থেকে খানিকটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবারের ব্যস্ত সকালে উত্তুরে হাওয়ার দাপট, দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Capital City Forecast for 7 Days pic.twitter.com/HfsGKAgv2s
— IMD Kolkata (@ImdKolkata) November 9, 2025