কলকাতাঃ শ্রীলঙ্কায় (Sri Lanka) তাণ্ডব চালানোর পর এবার ধীরে ধীরে ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’। ইতিমধ্যেই পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে জারি হয়েছে সতর্কতা। বিবার ভোর নাগাদ তিন রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা। এই ঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে আছে জোড়া নিম্নচাপ। এর জেরে ছুটির বাজারে বাংলায় তেমন ঠাণ্ডা থাকছে না। উল্টে হালকা গরমের অনুভূতি থাকবে। ৩০ নভেম্বর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । অন্যান্য দিনের মতোই ভোরে থাকবে কুয়াশার দাপট ।রাজ্যজুড়ে আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।
শ্রীলঙ্কায় তাণ্ডব চালাচ্ছে দিতওয়ার, ঘূর্ণিঝড়ের প্রভাব কি পড়বে বাংলায়?
Capital City 7-Day Forecast: 29-11-2025 pic.twitter.com/McAXu6Yp8G
— IMD Kolkata (@ImdKolkata) November 29, 2025