WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

কলকাতাঃ নভেম্বর পড়তেই বাংলায় শীতের আমেজ সকাল সন্ধ্যা অনুভূত হচ্ছে শীতল হাওয়া তবে আজ বৃহস্পতিবার থেকে কমবে শীতের আমেজ রাজ্যে আপাতত কমবে ঠাণ্ডা,এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আজ, দিনভর হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ সেই সেগ্ঙ মাঝেমধ্যে ধোঁয়াশা মিশ্রিত রোদেরও দেখা মিলবে বিকেল থেকে হালকা শীত অনুভূত হলেও হতে পারে

হাওয়া অফিসের খবর অনুযায়ী, ২০ নভেম্বর সকালের তাপমাত্রা থাকভে ২১ ডিগ্রি সেলসিয়াস আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পৌঁছবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরের তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রির কাছে আবার সন্ধ্যার পর তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আজ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে আকাশ স্থির কুয়াশাচ্ছন্ন থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস মূলত বাইরে বের হলেও শীত অনুভূত হতে পারে

লক্ষ্মীবারে কমবে শীতের অনুভূতি, কেমন থাকবে আবহাওয়া? যা জানাল আবহাওয়া দফতর