কলকাতাঃ উৎসব মিটলেও কাটেনি নিম্নচাপের চোখরাঙানি। শনিভার দিনভর কলকাতাজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে জেলায় জেলায় চলবে দুর্যোগ। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, বীরভূমের মতো জেলায়। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার লক্ষ্মীপুজোতেও জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন বাংলাজুড়ে প্রায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে শনিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
ফের নিম্নচাপের চোখরাঙানি, লক্ষ্মীপুজোয় ভাসবে কলকাতা?
7 days forecast of #Capital City pic.twitter.com/QVcjSrm9jJ
— IMD Kolkata (@ImdKolkata) October 3, 2025