Winter (File Photo)

কলকাতাঃ নভেম্বর পড়তেই বঙ্গে শীতের (Winter) শিরশিরানি। বিশেষ করে সকাল ও রাতে অনুভূত হচ্ছে হালকা ঠাণ্ডা। তবে এখনও লেপ-কম্বল বের করার মতো পরিস্থিতি হয়নি। মঙ্গল সকালেও একই ধারা অব্যাহত। নিম্নমুখী শহরের তাপমাত্রা। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দোসর হয়েছে শীতল পশ্চিমী হাওয়া। যার জেরে কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। সপ্তাহের শেষ পর্যন্ত চলবে পশ্চিমী হাওয়ার দাপট। বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই।

মঙ্গল সকাল থেকেই বাংলায় বেড়েছে শীতের দাপট। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি নীচে তাপমাত্রা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফিকে হচ্ছে শীতের আমেজ। সপ্তাহের শেষ পর্যন্ত আর তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষে উপকূলের জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যেই পার্বত্য এলাকায় বাড়তে শুরু করেছে কুয়াশার পরিমাণ। একই সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দ্রুত শীত পড়বে উত্তরের দিকে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলে এক লাফে কমল শহরের তাপমাত্রা, লেপ-কম্বল বের করার সময় আসল কি?