কলকাতাঃ সকাল-রাতে অনুভূত হচ্ছে শীতের অনুভূতি। কিন্তু বেলা বাড়লেই ঝড়ছে ঘাম। নভেম্বরের শেষে বাংলাজুড়ে অন্যরকমের আবহাওয়া। কবে জাঁকিয়ে পড়বে শীত? সেই আশায় বুক বাঁধছে বঙ্গবাসী। সপ্তাহের শুরুতে কি মিলবে শীতের দেখা? যা জানাল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ম্নচাপের পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। ক্রমে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হতে পারে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হবে। তবে এর প্রভাব বাংলার উপর পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। সেই সঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
সকাল থেকে হিমেল হাওয়ার দাপট, সপ্তাহের শুরুতেই কি জাঁকিয়ে পড়ছে শীত?
Capital City 7-Day Forecast: 22-11-2025 pic.twitter.com/aW2TCQxhwf
— IMD Kolkata (@ImdKolkata) November 23, 2025