কলকাতাঃ আজ মহালয়া(Mahalaya 2025)। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার সকাল থেকেই বাংলার ঘাটে ঘাটে চলছে তর্পণ। পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করতে বাবুঘাট, শোভাবাজার, নিমতলা ঘাটে ভিড় জমিয়েছে আম বাঙালি। একই ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। ঘাটে ঘাটে তর্পণ ঘিরে সতর্ক প্রশাসন। মোতায়েন অতিরিক্ত পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর।
মহালয়ার সকালে বাংলার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়
মহালয়ার সকাল থেকে হাওয়ার কদমতলা ঘাট, বাবুঘাট, নিমতলা ঘাটে উপচে পড়া ভিড়। একই ছবি চাঁদমারি, শোভাবাজার ও আহিরিটোলা ঘাটে।এছাড়া তর্পণ চলছে দিঘা ও রাজ্যের অন্যান্য জেলার নানা ঘাটে। পূর্ব পুরুষদের তিল-জল-অন্ন উৎসর্গ করছেন মানুষজন। অন্যদিকে মহালয়ার আগেই একাধিক বড় জো মণ্ডপগুলির উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হাতিবাগান সর্বজনীন, শ্রীভূমি ও টালা প্রত্যয়ের মতো পুজোগুলির উদ্বোধন সারেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্যান্ডেলগুলির উদ্বোধন করলাম।" সেই সঙ্গেই তর্পণের আগে দেবী মূর্তির উদ্বোধন নয়, শুধু প্যান্ডেল উদ্বোধন হয়েছে বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
মহালয়ার ভোর থেকে বাংলার ঘাটে-ঘাটে চলছে তর্পণ, সতর্ক পুলিশ, চলছে নজরাদারি
মহালয়ার তর্পনে বাঁজা কদমতলা ঘাটে জনজোয়ার।
Posted by Journalist Ayan Ghoshal on Saturday 20 September 2025