
কলকাতাঃ গত সপ্তাহ থেকেই নিম্নমুখী সোনার দাম (Gold Rate)। বিগত এক সপ্তাহে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত কমেছে সোনার দর। যেখানে ১ লক্ষের গণ্ডি ছুঁয়েছিল সোনা, তার সঙ্গে তুলনা করলে বলতে হয় এখন জলের দরে বিকোচ্ছে সোনা। আজ, ২০ মে কত সোনার দাম? কিনতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন ঝটপট। আজ, ২০ মে মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৭১০০ টাকা। গতকালের থেকে দাম কমেছে ৪৫০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৭১০ টাকা। শহরে মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯৫০২ টাকা। ১০ গ্রামের দাম ৯৫০২ টাকা। গতকালের থেকে দর কমেছে ৪৯০ টাকা। আর এদিকে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭১২৭ টাকা। ১০ গ্রামের দাম ৭১,২৭০ টাকা। সোমবারের থেকে যা কমেছে ৩৬০ টাকা।
মঙ্গলে কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনা?
অন্যদিকে, মঙ্গলে বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৮৭১০০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৯৫০২০ টাকা। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৭২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খসাতে হবে ৯৫১৭০ টাকা। পাশাপাশি চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৭১০০ টাকা। আর প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫০২০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম ৮৭২৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫১৭০ টাকা।
মঙ্গলে শহরে আর কত সস্তা হল সোনা?
Gold Price Prediction: Gold costs off Rs 6,500 from peak. https://t.co/p0vnZQ7FWm
— ourmoneynow (@ourmoneynowtv) May 20, 2025