প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ রবি (Sunday) সকাল থেকেই আকশের মুখ ভার। কোথাও কোথাও ঝিড়িঝিড়ি বৃষ্টি (Rain)। আজ, দিনভর এমনই থাকবে বঙ্গের (West Bengal) আবহাওয়া, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলে দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে জারি ঝড় বৃষ্টির সতর্কতা। জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরেই রবিবার দিনভর ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? জানাল হাওয়া অফিস

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম-সহ নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কাটবে না অস্বস্তি। গতকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। রবিবারও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, সকাল থেকেই আকাশের মুখ ভার, রবিবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন