কলকাতাঃ তাপপ্রবাহ (Heatwave)থেকে সাময়িক মুক্তি। আগামী বৃহস্পতিবার (Thursday)পর্যন্ত তাপমাত্রার হেরফেরের তেমন সম্ভাবনা নেই। মনোরম থাকবে আবহাওয়া (Weather)। বিকেলের (Evening)দিকে থাকছে কালবৈশাখীর সম্ভাবনা। আজ, সোমবার চড়ক সংক্রান্তি। রাত পোহালেই পয়লা বৈশাখ। নববর্ষ উদযাপনে মাতবে বাঙালি। আর নববর্ষ মানেই কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া ও নতুন জামা পরে ঘোরাফেরা। তবে নববর্ষ উদযাপনে বাধা হয়ে দাঁড়াবে না প্যাচপ্যাচে গরম, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রোদের তেজও তেমন থাকবে না বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বিকেলের পর উপড়ি পাওনা কালবইশাখী।
পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া?
আজ, সোমবার থেকেই শুরু হতে পারে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখে ভিজতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ফাঁকা মাঠে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাজ পড়ার সময় বৈদ্যুতিক খুঁটি ও গাছের নীচে আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে।
তাপপ্রবাহ থেকে মুক্তি, পয়লা বৈশাখে স্বস্তি মিলবে বঙ্গবাসীর, ৬ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা
Weather Warnings of West Bengal dated- 13.04.2025. pic.twitter.com/LR344cWbmm
— IMD Kolkata (@ImdKolkata) April 13, 2025