ষাঁড় (Bull) যে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলল আবারও।শিংয়ের গুঁতোয় গোটা ট্র্যাক্টর শূন্যে তুলে দিল ষাঁড়, হ্যাঁ, সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে একটি বিশাল বড় ট্রাক্টর। আর ট্রাক্টরটির পথ আটকেছে একটি ষাঁড়। নিজের জায়গা থেকে বিন্দুমাত্র না সরে গোটা ট্রাক্টরটিকে ঠেলতে শুরু করে সে। শিং দিয়ে একেবারে শূন্যে উঠিয়ে দেয় ট্রাক্টরটিকে। ভারসাম্য হারান চালক। প্রাণ হাতে নিয়ে কী করবেন বুঝে উঠতে পারেন না তিনি। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা যদিও জানা যায়নি
নেটপাড়ায় ভাইরাল বাহুবলী ষাঁড়ের কীর্তি
‘হেলো_কী_টকর_বুরহানপুর' নামক একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভিডিয়োটি আপলোড করা হয়েছে। মুহূর্তে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। শেয়ার করেছেন বহু মানুষ।ভাইরাল ভিডয়োর নীচে ষাঁড়টিকে 'বাহুবলী' বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ। কেউ আবার ট্রাক্টর চালকের পরিণতি দেখে ভয়ে শিউরে উঠেছেন
শিংয়ের গুঁতোয় আস্ত ট্রাক্টরকে শূন্যে তুলে দিল 'বাহুবলী' ষাঁড়
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োর কমেন্টে ট্রাক্টর চালকের কোনভাবে আঘাত পেয়েছেন কিনা তা জানতে চেয়েছেন। কেউ আবার ট্রাক্টরটির কোনও ক্ষতি হয়েছে কিনা তাও খোঁজ নিয়েছেন। তবে এই ব্যাপারে কোনও তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি।