![](https://bnst1.latestly.com/uploads/images/2024/11/police.jpg?width=380&height=214)
এলাকার মধ্যে তৈরি হবে গোডাউন। আর সেই নির্মীয়মাণ গোডাউনে ইমারতি দ্রব্য কারা সরবরাহ করবে, এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিবাদ। পরিস্থিতি কার্যত হাতাহাতি পর্যায়ে চলে যায়। এরমধ্যে চলে গুলি, বোমা। বুধবার দুপুরে কার্যত রণক্ষেত্র অবস্থা হল দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং বজবজ এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে। শেষে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।
বৈঠকের আগেই বচসা
জানা যাচ্ছে, দিনকয়েক ধরেই ওই এলাকায় গোডাউন নির্মাণে কারা দ্রব্য সরবরাহ করবে এই নিয়ে ঝামেলা চলছিলই। তাই এদিন স্থানীয় প্রশাসনের মধ্যস্থতার দুই পক্ষ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। এদিন দুপুরে দুই পক্ষের সদস্যরা উপস্থিত হওয়ার পর কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই ধীরে ধীরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এর মাঝেই সংঘর্ষ বাধে দুই পক্ষের। তার মধ্যেই কয়েক রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি বোমাও পড়ে। বোমার আওয়াজে কেপে ওঠে এলাকা।
ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী
খবর পেয়েই ঘটনাস্থলে যায় বজবজ ও মহেশতলা থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ আসার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত গোটা এলাকা রয়েছে থমথমে। পুলিশি নিরাপত্তা রয়েছে ওই এলাকায়। যদিও অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।