Representational Image (Photo Credits: Pixabay)

ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণের জাল নোট (Counterfeit Note)। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশন (New Farakka Station) থেকে ৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে রেল পুলিশ। এই ঘটনায় এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বুধবারই তাঁকে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। যদিও এই চক্রে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ধৃতের নাম, পরিচয় আপাতত গোপন রেখেছে তদন্তকারীরা।

পুলিশ দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্ত

জানা যাচ্ছে, গতকাল রাতে এক যুবককে সন্দেহজনকভাবে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত রেল পুলিশ। তাঁর সঙ্গে একটি ব্যাগও ছিল। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশরা এগোলেই সে পালানোর চেষ্টা করে। তখন তাঁর পিছু ধাওয়া করে পাকড়াও করে। তাঁর ব্যাগের চেন খুলতেই দেখা যায় টাকার বান্ডিল। সেগুলি খতিয়ে দেখে বোঝা যায় এই টাকাগুলি আসলে টকল নোট।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এরপরেই পুলিশ তাঁকে আটক করে। এই বিপুল পরিমাণের জাল নোট কোথা থেকে আনা হয়েছে বা কাকে দেওয়া হত, সেই বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রের খবর, তাঁরা আগে থেকেই গোপনসূত্রে খবর পেয়ে ওই যুবকের গতিবিধির ওপর নজর রাখছিল। পরবর্তীকালে তাঁকে পাকড়াও করে গ্রেফতার করা হয়েছে।