Bollywood: ঘুরে দাঁড়াচ্ছে বলিউড বক্স অফিস, হলে যাওয়ার উৎসাহ ফিরছে দর্শকদের
Tadap. (Photo Credits: Twitter)

মুম্বই, ৪ ডিসেম্বর: বলিউড বক্স অফিস ঘুরে দাঁড়াচ্ছে। করোনার কারণে গত দেড় বছর ধরে সিনেমা হল বন্ধ থাকায় বলিউড বড় ক্ষতির মুখে পড়েছে। সিনেমা হলের বিকল্প হিসেবে ওটিটি উঠে এলেও, সেখানে বড় বাজেটের সিনেমা রিলিজের পক্ষে তেমন ভাল নয়। বলিউডকে স্বমহিমায় ফিরতে হলে, হলে যাওয়ার ব্যাপারে দর্শকদের উৎসাহ ফিরতে হবে। নভেম্বরের বক্স অফিস আশা জাগিয়েছিল, এবার দেখা যাচ্ছে হলে যাওয়ার উৎসাহ ফিরছে দর্শকদের। সলমন খানের সিনেমা 'অন্তিম' সিনে সমালোচকদের একেবারে ভাল না লাগলে, রিলিজের পর প্রথম আট দিনে সাড়ে ৩০ কোটি টাকার মত ব্যবসা করেছে।

দেখুন টুইট

যদিও সলমনের মত মেগাস্টারের সিনেমা ১০০ কোটির নিচে হলেও তাকে হিট ধরা যায় না, কিন্তু করোনার আশঙ্কায় দর্শকরা এখনও সিনেমা হলে যেতে দ্বিধায় থাকায় সল্লুর সিনেমার ব্যবসাকে একেবারে খারাপ বলা যায় না। সলমনের অন্তিম-কে টেক্কে দিচ্ছে অহন শেঠি, তারা সুতারিয়ার সিনেমা 'তড়প'।  আরও পড়ুন: শ্যুটিং চলাকালীন মত্ত বাইক চালকের ধাক্কা, পায়ের হাড় ভাঙল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের

দেখুন টুইট

গতকাল মুক্তি পাওয়া 'তড়প'৪ কোটি টাকার ব্যবসা করেছে। দেশে ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝে তড়প-এর বক্স অফিস কালেকশনকে মোটেও খারাপ বলা যাচ্ছে না।

বলিউডের বড় প্রযোজক সংস্থারা এখনই তাদের সিনেমা রিলিজ করতে চাইছে না। ওমিক্রম আতঙ্ক আসায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আগের চেয়ে দর্শকরা অনেক বেশি করে হলে আসছেন তা নিয়ে সন্দেহ নেই।