ওয়াশিংটন, ১৫ এপ্রিল: করোনা মোকাবিলায় হু-র পদক্ষেপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। WHO-র আর্থিক অনুদান বন্ধ করে আমেরিকা। এই ঘটনাটিতেই উদ্বেগ প্রকাশ করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। করোনা (Coronavirus) মোকাবিলায় বিশ্বে একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই মহামারীর সময়ে অনুদান বন্ধের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।
Halting funding for the World Health Organization during a world health crisis is as dangerous as it sounds. Their work is slowing the spread of COVID-19 and if that work is stopped no other organization can replace them. The world needs @WHO now more than ever.
— Bill Gates (@BillGates) April 15, 2020
বিল গেটস বলেন, এই মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিকল্প কিছু নেই। মহামারী রুখতে হু-ই একমাত্র পথ দেখাতে পারে। গেটস বলেন, 'বিশ্বজুড়ে মহামারীর চলছে। এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেওয়ার জেরে বিপদ আরও বাড়তে পারে। হু ক্রমাগত গবেষণা চালাচ্ছে এবং তাদের তৈরি গাইডলাইনে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব। অনুদান বন্ধের জেরে যদি হু-এর কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাহলে ভয়ঙ্কর আকার নেবে করোনা।' আরও পড়ুন: Donald Trump: করোনা দুর্বিপাকে চিনকে আড়াল করার অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডিং বন্ধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প
"The reality is that the WHO failed to adequately obtain, vet, and share information in a timely and transparent fashion." pic.twitter.com/2t5ipAeixQ
— The White House (@WhiteHouse) April 14, 2020
চিনের পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তেমন কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনায় হু-র চূড়ান্ত অব্যবস্থাপনা প্রকাশ্যে এসেছে। এবং, চিনকে আড়াল করার চেষ্টা হয়েছে। সেকারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডিংয়ের বিষয়টিকে আপাতত স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, করোনার থাবায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মহামারীর প্রভাবে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখের কাছাকাছি।