বক্সার, ৫ মার্চঃ প্রেমিককে ফোন করে বাড়িতে ডেকেছিলেন তরুণী। প্রেমিক বাড়িতে আসতেই তাঁর উপর হামাল করেন তিনি। শরীরে একাধিক আঘাতের পাশাপাশি যুবকের যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা বিহারের বক্সার জেলার দুমরাওয়ে।
আরও পড়ুনঃ স্ত্রীকে খুন করে মৃতদেহ সহ নিজেকে ঘরবন্দি করলেন স্বামী, যোগী রাজ্যে চাঞ্চল্যকর কাণ্ড
প্রেমিক মারা গিয়েছে ভেবে তাঁর ক্ষতবিক্ষত দেহ বাড়ির বাইরে রাস্তার উপর ফেলে আসেন ওই অভিযুক্ত তরুণী। সেখান থেকে আহত যুবক কোনক্রমে হাসপাতালে পৌঁছন। হাসপাতাল থেকে যুবকের পরিবারের কাছে খবর যায়। বক্সারের ভি কে গোপাল হাসপাতালে চিকিৎসা চলছে আহতের। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রতি নিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে।
পুলিশ জানাচ্ছে, আহত যুবকের নাম অনিল গোভিন্দ। তাঁর ভাই প্রমোদ কুমার পুলিশকে জানান, তরুণী ফোন করে নিজের বাড়িতে ডেকেছিল অনিলকে। প্রেমিকার থেকে ফোন পেয়েই তাঁর বাড়িতে গিয়েছিলেন অনিল। সেখানে যাওয়ার পরে এমন নৃশংস ঘটনা কেন ঘটল তা হদিশ পাচ্ছে না অনিলের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।