Bihar couple thrashed (Photo Credits: Twitter)

পাটনা, ২৮ জুলাইঃ অবৈধ সম্পর্ক সন্দেহে এক মহিলা এবং পুরুষকে বেধড়ক মারছে একদল ক্ষুদ্ধ জনতা। বিহারের (Bihar) মতিহারি জেলার ওই যুগলের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে সেই সন্দেহে গ্রামবাসী তাঁদের ঘর থেকে টেনে বের করে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারছে। দৃশ্যের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়ো শেয়ার করেছেন স্বয়ং বিহারের বিরোধী মন্ত্রী গিরিরাজ সিংহ (Giriraj Singh)। ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী আক্রমণের তির শানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Bihar CM Nitish Kumar) দিকে।

আরও পড়ুনঃ সাত সকালে অরুণাচল প্রদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০

মতিহারির ঘটনাকে আফগান সঙ্গি সংগঠন তালিবানের ঘটনার সঙ্গে তুলনা করে বিহারের বিজেপি মন্ত্রী লিখেছেন, 'নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে প্রতিদিন রাতে ঘুমাতে যান। আর এদিকে প্রতিদিন সকালে বিহারে তালিবানের ঘটনা নিশ্চিত'। রাজ্যের প্রশাসন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। লিখেছেন, 'রাজ্যে প্রতি মিনিটে নারীদের সঙ্গে নৃশংসতার ঘটনা ঘটে চলেছে। নীতীশ কুমারের মতো বিহারের আইনশৃঙ্খলাও সফরে গিয়েছেন'।

দেখুন ভিডিয়ো... 

এদিকে সদ্য গঠিত হওয়ার বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' দলের ২৬টি পার্টির মধ্যে রয়েছে নীতিশ কুমারের জনতা দলও। মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর থেকে বিবৃতির দাবি করে সংসদে অনাস্থা প্রস্তাব দিয়েছে 'ইন্ডিয়া'। সংসদের বাইরে বিরোধীরা মোদীর বিরুদ্ধে ধর্নায় বসেছেন। সব মিলিয়ে বেশ সরগরম রাজনৈতিক মহল।