নয়াদিল্লি: বেঙ্গালুরুতে অ্যাসিড হামলা (Acid Attack)। ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে অ্যাসিডযুক্ত বাথরুম ক্লিনার দিয়ে হামলা করা হয়েছে। বেঙ্গালুরুর কামক্ষীপাল্য থানার ডিসিপি এস. গিরিশ জানিয়েছেন যে ভুক্তভুগীর নাম, নাঙ্গেশ কোন্ডা, তিনি কামাক্ষীপাল্যের বাসিন্দা। ভুক্তভুগীকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাম চোখ জখম হওয়ায় খুলতে পারছেন না। ডিসিপি আরও বলেন, ঘটনাটি রবিবার। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১২৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নাগেশ জানিয়েছেন যে তিনি এক বছর ধরে এই এলাকায় ছিলেন এবং একটি কারখানায় কাজ করতেন। দুই বছর আগে যখন সে হোয়াইটফিল্ড এলাকায় কাজ করত, তখন তাঁর লক্ষ্মীর সঙ্গে পরিচয় হয়। তাঁরা মোবাইলে একে অপরের সঙ্গে কথা বলত।
রবিবার দুপুরে নাগেশ যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন লক্ষ্মীর ফোন আসে। মোবাইলে কথা বলার সময় পেছন থেকে একজন অজ্ঞাত ব্যক্তি এসে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযুক্ত এখনও পলাতক।