বেঙ্গালুরু, ১২ জুন: দীর্ঘ চারমাস পর জেল থেকে মুক্তি পেলেন অমূল্য লিওনা। যিন গত ২০ ফেব্রুয়ারি রাতে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। যদিও বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। কিন্তু অমূল্য লিওনার আইনজীবী হাল ছাড়েননি। মক্কেলকে জামিন করাতে শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন। এদিকে ৯০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও বেঙ্গালুরু পুলিশ অমূল্য লিওনার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করতে পারেনি। তাঅ একপ্রকার বাধ্য হয়েই অমূল্য লিওনার জামিন দিল বেঙ্গালুরর আদালত। আরও পড়ুন-Sabarimala Temple: শিয়রে করোনার থাবা,দর্শনার্থীদের জন্য এখনই খুলছে না শবরীমালার দরজা
Karnataka: A Bengaluru court granted bail to Amulya Leona who raised the slogan of 'Pakistan zindabad' at an anti-CAA-NRC rally on February 20, last night. (File pic) pic.twitter.com/WgoBQGO5Wk
— ANI (@ANI) June 12, 2020
গত ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশ মঞ্চে আচমকাই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ওঠেন অমূল্য লিওনা। সেই সময় মঞ্চে ছিলেন অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি তৎক্ষণা অমূল্যকে চুপ করানোর জন্য চেষ্টা চালাতে থাকেন। সবারই মূল লক্ষ্য ছিল সেই সময় যেনতেন প্রকারেণ অমূল্যর মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিতে হবে। তাহলেই একমাত্র এই অপ্রীতিকর পরিস্থিতি রোখা সম্ভব হবে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সমাবেশে অশান্তি এড়াতে উপস্থিত তাকা বেঙ্গালুরু পুলিশই অমূল্য লিওনাকে মঞ্চ থেকে টেনে নামিয়ে গ্রেপ্তার করে।