তিরুবনন্তপুরম, ১১ জুন: মহামারী করোনার থাবা চলতি বছরের ১৪ জুন পুজোর জন্য আর দর্শণার্থীদের জন্য খুলছে না শবরীমালা মন্দিরের (Sabarimala Temple) দরজা। বৃহস্পতিবার একথাই জানালেন কেরালার দেবস্বাম মন্ত্রী কাদাকামপল্লি সুরেন্দ্রম। এবং ১৯ জুনে শবরীমালা মন্দিরের পূর্ব নির্ধারিত উৎসবও হবে না। মূলত শবরীমালা তান্ত্রী ও ত্রাবাঙ্করম দেবস্বাম বোর্ডের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শবরীমালা প্রসঙ্গে লেটেস্ট খবর দিতে গিয়ে সুরেন্দ্রন এদিন বলেন, যে মন্দ্রিরে তান্ত্রী ও ত্রাভাঙ্কর দেবস্বাম বোর্ডের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এবার আর জুনের বিশেষ পূজা ও উৎসবের জন্য শবরীমালা মন্দিরিরের দরজা ভক্তদের উদ্দশে খুলে দেওয়া হবে না। আরও পড়ুন- Elephant Dies: জঙ্গলে মৃত হাতির দেহ ঘিরে সার দিয়ে দাঁড়িয়ে বুনো হাতির দল, ব্যর্থ মনরথে ফিরতে হল বনকর্মীদের
In the meeting with Sabarimala tantri and Travancore Devaswom Board, it has been decided that Sabarimala Temple will not be opened for public for the monthly pooja and temple festival will also be cancelled: #Kerala Devaswom Minister Kadakampally Surendran (file pic) pic.twitter.com/OeF0cWH5Vi
— ANI (@ANI) June 11, 2020
এর আগে বুধবার ত্রাভাঙ্কর দেবস্বাম বোর্ডের প্রেসিডেন্ট এন বাসু জানিয়েছিলেন যে, মাসিক পুজো উপলক্ষে ১৪ জুন সন্ধেবেলা শবরীমালা মন্দিরের দরজা খুলছে। তিনি এমনকী এও স্পষ্ট করেন যে মাসিক পূজা ও মন্দিরের উৎসব নির্ধারিত ১৯ জুনেই হবে। এবং দর্শনার্থীরা মন্দিরে আসতে চাইলে তাঁদের কাছে আইসিএমআর-এর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।