ছত্তিশগড়ে হাতির মৃত্যু (Photo Credits: ANI)

রায়পুর, ১১ জুন: জঙ্গলের মধ্যে মরে পড়ে আছে হাতি (elephant)। সেই মৃতদেহকে ঘিরে সার দিয়ে দাঁড়িয়ে আছে হাতির দল। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরাজপুর জেলার জঙ্গলে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সতীর্থের দেহ ঘিরে দাঁড়িয়ে থাকা হাতির দলের নড়ন চড়ন নেই। স্বাভাবিকভাই মৃতদেহ উদ্ধারে গিয়েও বিফল মনোরথে ফিরতে হল বনকর্মীদের। পিটিআই জানিয়েছে, গত দুদিনে ছত্তিশগড়ের সুরাজপুর জেলার জঙ্গলে পর পর দুটি বুনো হাতির মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে একজন আবার অন্তঃসত্ত্বা। তথ্য বলছে, লিভারের সমস্যায় ভুগছিল অন্তঃসত্ত্বা হাতিটি। তাতেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আরও এক মৃত হাতির দেহকে ঘিরে হাতির দল দাঁড়িয়ে থাকায় বুধবার সন্ধে পর্যন্ত দেহ উদ্ধার সম্ভব হয়নি। আরও পড়ুন-Coronavirus Cases In India: মৃত্যুমিছিলে শামিল ৮,১০২ জন, ভারতে করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯

ছত্তিশগড়ের অতিরিক্ত প্রধান বনরক্ষক অরুণ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে বলেছেন, দুটি হাতির দেহ জঙ্গলের পৃথক এলাকায় পাওয়া গিয়েছে। একটি দেহ পড়ে আছে গণেশপুর এলাকায়। আর অন্যটি প্রতাপুর রেঞ্জে। মূলত, কেরালার পালাক্কাডে বোমা সমেত আনারস খেয়ে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর এক এক করে হাতির মৃত্যুর খবর মিলছে বিভিন্ন রাজ্যে। এদিন সকালেই কেরালার ওয়ানাড অভয়ারন্যে বাঘের মৃত্যুর খবর মিলেছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট, মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই বাঘের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত ৯ জুন বোমা ভর্তি মাংস খেয়ে ফেলায় বিস্ফোরণে মৃত্য়ু হয় এক শিয়ালের। মর্মান্তিক ঘটনাটি তামিলনাড়ুর ত্রিচি গ্রামের। ইতিমধ্যেই এই নারকীয় অপরাধের জড়িত থাকার অভিযোগে তামিলনাড়ুর বনদপ্তর ১২ জনকে গ্রেপ্তার করেছে।