কলকাতাঃ দীপাবলি (Diwali) মিটতেই বাংলাজুড়ে শীতের (Winter) আমেজ। ভোরবেলা ও রাতের দিকে হালকা শীতের শিরশিরানি। ক্রমে শুষ্ক হচ্ছে আবহাওয়া। আজ, সোমবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানাল হাওয়া অফিস। আজ, সোমবার রাজ্যের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হতে পারে। সোমবার কলকাতার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গেও দিনভর আরামদায়ক থাকবে আবহাওয়া। দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় কুয়াশা দেখা দিতে পারে। এদিন উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতের দিকে তাপমাত্রা নেমে যেতে পারে ১৭ ডিগ্রির নীচে। আজ, বঙ্গের বাতাসে আর্দ্রতার পরিমাণ সামান্য কম থাকায় ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। আগামী কয়েকদিনে অর্থাৎ নভেম্বর মাস পড়তেই ধীরে ধীরে শীত পড়তে শুরু করবে বাংলায়।
সোম সকালে শীতের শিরশিরানি, দিনভর কেমন থাকবে আবহাওয়া?
IMD issues red alert for five Odisha districts and orange and yellow alerts for several others; light to moderate rain expected in Kolkata and south Bengal.#IMD #RedAlert #Odisha #CycloneMontha https://t.co/iFU1qE96jU
— The Federal (@TheFederal_News) October 26, 2025