নাপিতের ঘরের ছেলে ভালোবেসে বিয়ে করেন উচ্চবংশের এক মেয়েকে। দুই বর্ণেরর বিয়ের বিরোধিতা করতে ধেয়ে এসেছে গোটা গ্রাম। প্রতিবাদে গুজরাটের ভুটাবাদ গ্রামের নাপিত গোষ্ঠীকে গ্রামছাড়া করতে উঠেপড়ে লেগেছে গ্রামবাসী। ওই গ্রামের ১৭টি নাপিত পরিবারকে বয়কট করেছে গোটা গ্রাম। বেজায় সমস্যার মুখে গ্রামের নাপিত পরিবার গুলো। বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের খাদ্য সংস্থান। এমন পরিস্থিতিতে কোথায় যাবে, কী করবে কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁরা।
আরও পড়ুনঃ জোর করে সঙ্গম, নগ্ন ছবি ফাঁসের হুমকি, সমকামী সঙ্গীকে কুপিয়ে খুনের অভিযোগ
গ্রামের দোকানদারেরা নাপিত পরিবারদের কাছে খাদ্যশস্য বিক্রি বন্ধ করে দিয়েছে। এমনকি তাঁদের সন্তানদের স্কুলে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে এই নির্মম আচরণ চলছে গুজরাটের ভুটাবাদ গ্রামের নাপিত সমাজের সঙ্গে। মিডিয়ার কাছে জানিয়েছেন, নাপিত গোষ্ঠীর এক ভুক্তভোগি।
আরও পড়ুনঃ ৫০০ টাকা নিয়ে বিবাদ, ২ বছরের শিশুকে খুন প্রতিবেশীর
এক নাপতি জানায়, গ্রামবাসীর এমন সিদ্ধান্তের ফলে শিশু এবং মহিলাদের ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন না তারা। সকাল বিকেল বাচ্চাদের মুখে দুমুঠো অন্ন তোলা দায় হয়ে উঠছে তাঁদের কাছে। কারণ বাজারে তাঁদের কাছে কিছুই বিক্রি করা হচ্ছে না। এমন কঠিন পরিস্থিতিতে অবিলম্বে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে ভুটাবাদ গ্রামের নাপিত সমাজ। ইতিমধ্যেই জেলা কালেক্টরের অফিসে স্মরকলিপি জমা দিয়েছে বলে জানান তাঁরা।
এই বিষয়ে জেলা কালেক্টরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যাবেলাতেই আমি পুরো বিষয়টা জানতে পারেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রামে লোক পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়ের সমাধানের চেষ্টা করছি’।