নয়াদিল্লিঃ শখ করে মেয়েকে ব্যাডমিন্টন (Badminton)শিখতে ভর্তি করেছিলেন মা-বাবা। স্বপ্নেও কল্পনা করেননি এই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আদরের মেয়ের জন্য। ব্যাডমিন্টন কোচের(Badminton Coach) লালসার শিকার ১৬ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই অভিযুক্ত কোচকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই কোচের নাম সুরেশ বালাজি। স্থানীয় একটি কোচিং সেন্টারে কর্মরত তিনি। সুরেশ তামিলনাড়ুর বাসিন্দা।
ব্যাডমিন্টন কোচের ধর্ষণের শিকার নাবালিকা
অভিযোগ, প্রশিক্ষণের আড়ালে একাধিকবার ওই ছাত্রীকে হেনস্থা করেন তিনি। এমনকী ওই নাবালিকাকে নগ্ন ছবি পাঠানোর হুমকি দিতে দেখেন। ঠাকুমার ফোন থেকে স্যারকে একটি নগ্ন ছবি পাঠিয়ে চ্যাটটি মুছে ফেলতে ভুলে যায় ওই কিশোরী। আর সেই চ্যাটই চোখে পড়ে ঠাকুমার। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা-মা। দায়ের হয় মামলা। তদন্তে নেমে এই ঘটনার প্রমাণ পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয় সুরেশকে। আপাতত ৮ দিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অন্যদিক রেকর্ড করা হয়েছে নির্যাতিতার বয়ান। এই ঘটনায় ওই কোচিং সেন্টারের আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
ব্যাডমিন্টন কোচের লালসার শিকার নাবালিকা, গ্রেফতার শিক্ষক
Bengaluru Horror: Badminton Coach Arrested for Sexually Abusing 16-Year-Old Girl Under Guise of Giving Minor Extra Training Sessions, Nude Pics of Other Girls Found on Phone https://t.co/9fFJ5Mg4FV#Bengaluru #Karnataka
— LatestLY (@latestly) April 7, 2025