দিল্লি, ১১ ডিসেম্বর: অতুল সুভাষের (Atul Subhash) মৃত্যুর ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপির মান্ডির সাংসদ বলেন, অতুল সুভাষের ঘটনা হৃদয় বিদারক। মিথ্যে নারীবাদের নাম করে মানসিকভাবে অতুল সুভাষকে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আইনকে ব্যবহার করে এইভাবে মহিলারা অর্থ হড়পের যে চেষ্টা করছে, যা অনর্থক এবং এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপির মান্ডির সাংসদ। কঙ্গনার কথায়, অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। এইভাবে মিথ্যে নারীবাদ অত্যন্ত খারাপ। তবে এই ধরনের বিচ্ছেদের মামলায় পুরুষের দোষ প্রকাশ্যে আসে। সেই কারণে এই ধরনের ভুল হয় বলে মন্তব্য করেন কঙ্গনা।
শুনুন কী বললেন কঙ্গনা...
99% of the husband-wife relationship is men's fault.That's why such incidents happen.@KanganaTeam said.
Madam,never clap with one hand.I don't know why Hrithik Roshan didn't have a relationship with you.But he did well not to have a relationship with you.#AtulSubhash #Bangalore pic.twitter.com/iaFheAqud8
— Sivangi Choudhury Mondal (@originalsibani) December 11, 2024
২৪ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন তথ্য প্রযুক্তি কর্মী অতুল সুভাষ। যেখানে স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তোলেন অতুল। শুধু তাই নয়, তিনি এই হেনস্থা আর মেনে নিতে পারছেন না। তাই নিজের জীবন দিয়ে ই ঘটনার সমাপ্তি চাইছেন বলে মন্তব্য করেন অতুল সুভাষ নামের ওই তথ্য প্রযুক্তি কর্মী।