Nikita Singhania, Atul Subhash (Photo Credit: X)

দিল্লি, ১১ ডিসেম্বর: তথ্য প্রযুক্তি কর্মী অতুল সুভাষের (Atul Subhash Suicide Case) মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অতুল সুভাষের মৃত্যুর পর তাঁর স্ত্রী নিকিতা সিংঘানিয়ার বিরুদ্ধে আঙুল উঠতে শুরু করেছে। নিকিতা সিংঘানিয়া (Nikita Singhania) এবং তাঁর পরিবার অতুলকে মানসিকভাবে হেনস্থা করতেন। অতুল মানসিকভাবে বিপর্যস্ত হয়েই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। এমন অভিযোগ উঠতে শুরু করেছে। যা নিয়ে তোলপাড় প্রায় গোটা দেশ। কে এই নিকিতা সিংঘানিয়া? অতুল সুভাষ আত্মহত্যার আগে ২৪ পাতার একটি সুইসাইট নোট লিখে রেখে যান। যেখানে স্ত্রী নিকিতা সিংঘানিয়া তাঁর উপর মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ করেন অতুল সুভাষ।

আরও পড়ুন: Atul Subhash Suicide Case: স্ত্রী 'অত্যাচারে' আত্মহত্যা অতুল সুভাষের, সহোদরকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা মৃত তথ্য প্রযুক্তি কর্মীর ভাইয়ের

জানা যাচ্ছে, নিকিতা সিংঘানিয়াও একজন তথ্য প্রযুক্তি কর্মী। এআই ইঞ্জিনিয়র নিকিতা অ্যাকসেনচারে কর্মরত। সিনিয়র অ্যানালিস্ট হিসেবে অ্যাকসেনচারে চাকরিতে যোগ দেন নিকিতা। ২০২১ সাল থেকে অ্যাকসেনচারে কর্মরত এই নিকিতা সিংঘানিয়া। সিনিয়র অ্যানালিস্ট হিসেবে যোগ দেওয়ার পর অ্যাকসেনচারে বর্তমানে কনসালট্যান্ট হিসেবে কর্মরত নিকিতা। অর্থনীতিতে এমবি এ পাশ করেন নিকিতা সিংঘানিয়া। পড়াশোনা শেষ করে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরির পর অবশেষে অ্যাকসেনচারে যোগ দেন নিকিতা।

অতুল সুভাষের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, অস্বাভাবিক যৌনাচারণের মত একাধিক অভিযোগ করেন নিকিতা। শুধু তাই নয়, প্রথমে অতুলের কাছে ১ কোটি দাবি করলেও, পরে নিকিতা তার পরিমাণ বাড়িয়ে দেন। অতুল সুভাষের কাছে নিকিতা ৩ কোটি টাকা খোরপোষের দাবি করেন বলে খবর। তারপরও মানসিক নির্যাতন বন্ধ হয়নি বলে নিজের সুইসাইড নোটে উল্লেখ করে যান অতুল সুভাষ।