করোনা ভাইরাসের তাণ্ডব কমলেও আজও সেই ভয়ানক দিনগুলোর কথা ভুলতে পারে নি কেউ। কত মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। সেই রেশ কাটতে না কাটতেই ফের আশঙ্কা দেখা দিয়েছে নতুন ভাইরাসের। এই ভাইরাসের নাম জম্বি ভাইরাস (Zombie Virus)।

আর্কটিক এবং অন্যত্র বরফের নীচে চাপা নতুন ভাইরাসের বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জানা গেছে , বিজ্ঞানীরা বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে বরফ গলতে শুরু করেছে৷ সেই গলন্ত বরফের তলায় লুকিয়ে থাকতে পারে ‘জম্বি’ ভাইরাস বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা।

আরও জানা গেছে, গত বছর সাইবেরিয়ান পারমাফ্রস্ট থেকে পাওয়া নমুনা গুলিকে গবেষণা করেছিলেন একজন বিজ্ঞানী। পারমাফ্রস্ট হল পৃথিবীর পৃষ্ঠের উপর বা নীচের একটি স্তর। এটি কাদামাটি, নুড়ি এবং বালি দিয়ে গঠিত, যা জমে বরফের নীচে ঢাকা পড়ে গিয়েছে। গবেষণার পরই তিনি বরফের নীচে চাপা ভাইরাসের কথা জানান। সেই বিজ্ঞানীর মতে, ভাইরাসটি প্রায় ৫০ হাজার বছর ধরে বরফের নীচে চাপা রয়েছে। এই ভাইরাসটি মানুষকে সংক্রামিত করে নতুন মহামারীর আকার নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।