ভুবনেশ্বর, ২৭ মে: দিন যত যাচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ততই হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে যতটা বাড়িতে থাকা সম্ভব তাই করুন, এমনটাই সরকারের পরামর্শ। মানুষ এখন বাড়িতে বসেই অনলাইনে খাবার ও মদের অর্ডার দিতে পারে। সম্প্রতি খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) ঝাড়খণ্ডে বাড়িতে বাড়িতে মদেরও ডেলিভারি শুরু করেছে। এবার সেই পরিষেবা মিলবে ওড়িশাতেও। এবার থেকে ভুবনেশ্বরের বাড়ি বাড়িতে মদ সরবরাহ করবে এই খাবার ডেলিভারি সংস্থা। ধীরে ধীরে এই পরিষেবা ওড়িশার অন্যান্য শহর যেমন রৌরকেলা, বালাঙ্গির, সম্বলপুর, বেরহামপুর, বালাসোর এবং কটকেও পাওয়া যাবে। মূলত ঝাড়খণ্ডেই প্রথম মদ সরবারহ শুরু করে জোম্যাটো। সেখানকার রাঁচি, জামশেদপুর ও বোকারো-তে ইতিমধ্যেই মদের সরবরাহ শুরু হয়েছে।
আপনি এই সব শহরের কোনও একটির বাসিন্দা হলে অনলাইনে জোম্যাটোতে মদের বরাত দিতে পারবেন। সেজন্য জোম্যাটোর ওয়াইন শপস সেকশনে আপনাকে চোখ রাখতে হবে। আরও পড়ুন-United States: করোনাত্রস্ত আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়ালো লক্ষাধিক
কীভাবে অনলাইনে জোম্যাটো অ্যাপস থেকে মদের বরাত দেবেন?
- প্রথমে আপনার ফোনে জোম্যাটো অ্যাপটি ডাউনলোড করুন।
- এরপর ওয়াইন শপস অপশনে ক্লিক করুন।
- এবার ওয়াইন শপস সেকশনে ওয়ান টাইম ভেরিফিকেশন অপশনে যান। সেখানে বয়স ভেরিফাই করে মদের বরাত দিন।
- বয়সের প্রমাণ দিতে আপনাকে জন্মদিনের তারিখটি লিখত হবে। পরিচয় পত্রটি কি তা উল্লেখ করতে হবে ও পরিচয় পত্রের নম্বর দিতে হবে।
- এরপর যে মদ আপনি কিনতে চান তা পছন্দ করুন।
- তারপর সেটি কার্টে যোগ করুন।
- তারপর নিজের যোগায়যোগের নম্বর ও ঠিকানা লিখুন।
- এসম মিটলে টাকা পে করে দিয়ে অর্ডার প্লেস করুন।
বাড়িতে মদ চলে এলে ডেলিভারি এগজিকিউটিভকে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। এদিকে প্রতিযোগী সংস্থা সুইগিও ঝাড়খণ্ড ও ওড়িশাতে মদের সরবরাহ শুরু করেছে।