Aero India 2023 (Photo Credits: Wikimedia Commons)

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারিঃ সিলকন সিটি বেঙ্গালুরুতে আয়োজিত হচ্ছে এরো ইন্ডিয়া ২০২৩ (Aero India 2023)। আর সেই কারণে বেঙ্গালুরু ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনের ১০ কিলোমিটারের মধ্যে মাংস, মাছ এমনকি কোন আমিষ খাস্য বিক্রয় করা যাবে না, নোটিশ জারি করেছে বেঙ্গালুরু নাগরিক সংস্থা।

বেঙ্গালুরু নাগরিক সংস্থার তরফে জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহঙ্কা এয়ার ফোর্স স্টেশনের ১০ কিলোমিটার মধ্যে কাঁচা মাছ, মাংস বিক্রি এমনকি রেস্তোরাঁ গুলিতে কোন রকম আমিষ পদের পরিবেশনা হবে না। নাগরিক সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, এমন সিদ্ধান্তের কারণ হল রাস্তাঘাটে মাছ মাংসের আবর্জনা নানা রমক পাখিকে আকর্ষণ করবে। যা বিমান প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। এই নোটিশ অমান্য করে যদি কাউকে মাছ, মাংস বিক্রয় করতে দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধে ইন্ডিয়ান এয়ারক্র্যাফট অ্যাক্ট ১৯৩৭ এর অধীনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টাকার বৃষ্টি! ঝাঁপিয়ে পড়ে টাকা কুড়াতে ব্যস্ত মানুষ

এরো ইন্ডিয়া ২০২৩ (Aero India 2023) এর ১৪’তম সংস্করণ বেঙ্গালুরুর ইয়েলাহঙ্কা এয়ার ফোর্স স্টেশনে আয়োজিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিমান প্রদর্শনী চলাকালীন আকাশ পথে বাজ, শকুন, চিল প্রমুখ বড় পাখির সঙ্গে কোনরকম দুর্ঘটনা এড়াতেই ইয়েলাহঙ্কার বিমান বাহিনী স্টেশনের ১০ কিলোমিটারের অভ্যন্তরে কাঁচা মাছ, মাংসের দোকান সহ রেস্তোরাঁ গুলোতে আগামী ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রয় বন্ধ রাখার নোটিশ জারি করেছে বেঙ্গালুরু নাগরিক সংস্থা।