শিলা বৃষ্টি, তুষার বৃষ্টি তো শুনেছেন, দেখেছেন। কিন্তু টাকার বৃষ্টি! তা আবার হয় নাকি! হচ্ছে তো বেঙ্গালুরুর (Bengaluru) কে আর মার্কেট এলাকায়। ফ্লাইওভারের নীচে হচ্ছে টাকার বৃষ্টি। সেই টাকা কুড়াতে ক্রমশ জড়ো হচ্ছে আশেপাশের লোক।
মূল ঘটনায় আসা যাক এবার। বেঙ্গালুরুর কে আর মার্কেট এলাকার এই টাকার বৃষ্টি মানুষেরই সৃষ্টি। ঈশ্বরের নয়। ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে এক ব্যক্তি মুঠো মুঠো নোট ওড়াচ্ছেন। এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে টাকা ওড়াচ্ছেন তিনি। পরনে তাঁর স্যুট প্যান্ট। উপর থেকে টাকার বৃষ্টি হতে দেখে দৌড়ে আসছেন আশেপাশের লোক। একে অপরকে ধাক্কা মেরে টাকা কুড়াতে ব্যস্ত তাঁরা। টাকা কুড়াতে ভিড় জমে গিয়েছে কে আর মার্কেট এলাকায়। সেই ভিডিয়ো রমরমিয়ে ছেয়ে গিয়েছে নেটপাড়ায়।
বেঙ্গালুরুতে টাকার বৃষ্টি, দেখুনঃ
#Bizarre in #Bengaluru#Traffic came to halt on #Sirsi Circle #flyover and the road below it (#KRMarket) after a well-dressed youth went about throwing currency notes. Who was he and why did he do it is not known. @NammaBengaluroo @WFRising @TOIBengaluru @peakbengaluru pic.twitter.com/zXB6mndKm6
— Rakesh Prakash (@rakeshprakash1) January 24, 2023
বাজার একালার সিগনালে ভিড় জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যহত হয়। পুলিশ পৌঁছানোর আগেই ওই ব্যক্তি ফ্লাইওভার ছেড়ে চম্পট দেয়। তবে কে ওই ব্যক্তি আর কেনই বা তিনি এমন কাজ করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।