প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পাটনা: যুবকের উপর অ্যাসিড হামলা (Acid Attack)। গুরুতর আহত হয়েছেন যুবক। ঘটনাটি ঘটেছে পাতেপুর থানার সিমারওয়াদা গ্রামে। অ্যাসিডে দগ্ধ যুবককে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে যুবকের বয়ান রেকর্ড করে। পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম ধর্মেন্দ্র কুমার, তিনি সিমারবাদা গ্রামের বাসিন্দা চন্দেশ্বর শর্মার ছেলে। আরও পড়ুন: Canada: ‘ভুল পরিচয়ের’ জের, কানাডায় খুন শিখ দম্পতি

পুলিশ জানায়, ভুক্তভোগীর বয়ান অনুসারে, ধর্মেন্দ্র মেয়েটির কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন, মেয়েটি তাঁকে নির্জন জায়গায় দেখা করতে বলেছিলেন। সেই জায়গায় পৌঁছে তিনি একজন লোককে মেয়েটির পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। এরপর ধর্মেন্দ্র মেয়েটির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লোকটি তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে, তারপর মেয়েটি ও সেই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন ধর্মেন্দ্রকে উদ্ধার করে তাঁর বাড়িতে খবর দেন। ভুক্তভুগী বর্তমানে হাসপাতালে জীবন-মরণ লড়ছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।