Canada: 'ভুল পরিচয়ের' জের, কানাডায় খুন শিখ দম্পতি
Police. Representational Image (Photo Credit: IANS)

দিল্লি, ১২ ডিসেম্বর: কানাডায় (Canada) ভুল পরিচয়ে শিখ দম্পতিকে ( Sikh couple ) হত্যা করা হয়েছে। গত মাসে কানাডার আন্টারিও প্রদেশে ওই শিখ দম্পতিকে খুন করা হয়েছে। ভুল পরিচয়ের বশেই আন্টারিওতে ওই শিখ দম্পতিকে হত্যা করা হয় বলে অনুমান। গত ২০ নভেম্বর জগতার সিং (৫৭) নিহত হন। জগতার সিংয়ের বাড়িতে গুলি চালানো হলে, তাঁর স্ত্রী এবং মেয়েও গুরুতর আহত হন। দুষ্কৃতীদের হামলায় জগতার সিং নিহত হলেও, তাঁর স্ত্রী, কন্যা গুরুতর আহত বলে জানা যায়। আন্টারিওর ক্যালেডন শহরে জগতার সিং এবং তাঁর পরিবার যে বাড়ি ভাড়া করে থাকতেন, সেখানেই সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, জগতার সিংয়ের স্ত্রী ৫৫ বছরের হরভজন কউর গুরুতর জখম হলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরে চিকিৎসার পর হরভজন কউরের মৃত্যু হয়। অন্যদিকে জগতার এবং হরভজনের কন্যা এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত বলে জানা যাচ্ছে। জগতার সিংয়ের বাড়িতে যে দুষ্কৃতীরা হামলা চালায়, তারা পরপর ৩০বার গুলি করে বলে জানা যায়। কে বা কারা এই ধরনের হামলা চালায়, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে দুষ্কৃতীদের খোঁজ এখনও মেলেনি।