দুর্ঘটনাগ্রস্ত বাস (ছবিঃFacebook)

কলকাতাঃ অফিস (Office) টাইমে দুর্ঘটনা (Accident)। বুধবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে (Saltlake Sector 5)বাস দুর্ঘটনা (Bus Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা সরকারি বাসের। অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের।এদিন, দুর্ঘটনার কবলে পড়ে এস-৩০ রুটের একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্ট্যান্ডে ধাক্কা মারে বাসটি। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বাসের সামনের কাচ। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। আরও পড়ুনঃ দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জল থইথই শহরের বিভিন্ন অংশ

অফিস টাইমে সল্টলেকে বাস দুর্ঘটনা, যাত্রী কম থাকায় বড়সড় অঘটন থেকে রক্ষা

জানা গিয়েছে, বুধবার সকালে উইপ্রো মোড়ের দিকে যাচ্ছিল বাসটি। ওই মোড়ে একটি বড় ট্রাফিক সিগন্যাল রয়েছে। সেই সিগন্যাল পেরিয়েই আচমকা বাস স্ট্যান্ডের দিকে এগোতে শুরু করে বাসটি। সেই সময় ওই বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছিলেন বহু যাত্রী। পরিস্থিতি বেগতিক দিকে সরে যান তাঁরা। আতঙ্কে চিৎকার করতে শুরু করেন বাসে থাকা যাত্রীরা। এরপরই ওই বাস স্ট্যান্ডে গিয়ে সোজা ধাক্কা মারে বাসটি। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, অফিস টাইমে বাস স্ট্যান্ডে সজোরে ধাক্কা সরকারি বাসের