জলমগ্ন কলকাতা (ছবিঃPTI)

কলকাতাঃ ওড়িশা (Odisha) লাগোয়া শহরে (City)ঘনীভূত হয়েহে নিম্নচাপ। যার জেরে সোমবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একধিক জেলায় শুরু জয়েছে বৃষ্টি। মঙ্গলবার থেকে বেড়েছে বৃষ্টির পরিবার। এদিম রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের বেশকিছু অংশ। রাস্তায় দাঁড়িয়েছে জল। জল থইথই কলকাতার পিকে গুহ রোড। এছাড়া জলের তলায় ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট-সহ উত্তর কলকাতার একাধিক জায়গা। জল জমেছে দক্ষিণ দমদমেও। জমা জলের জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যহত যান চলাচল।

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জল জমল শহরের বিস্তীর্ণ অংশে

শুধু শহরেই নয়, জলমগ্ন জেলার বিভিন্ন জায়গা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় জল জমেছে। জলমগ্ন ব্যান্ডেল স্টেশন রোড। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গেও। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জল থইথই শহরের বিভিন্ন অংশ