কর্ণাটক: স্কুলে যাওয়ার পথে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সী এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার বাসিন্দা শ্রুতি নামের মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাওয়ার সময় হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত মুদিগেরে শহরের সরকারি এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জানান, মেয়েটি হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গিয়েছে। আরও পড়ুন: Delhi : মেট্রোয় দুর্ঘটনার জেরে মৃত্যু মহিলার, পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ডিএমআরসির
উল্লেখ্য, ইদানিং অল্প বয়সিদের আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বেড়েছে। চিকিৎসক ও বিজ্ঞানী মহলের মতে করোনার পর থেকে অল্প বয়সিরা আচমকা হৃদরোগে আক্রান্ত হচ্ছে।