প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডে (Jharkhand)ফের নিরাপত্তা বাহিনীর সাফল্য। পানাতিতরির জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত শীর্ষ মাওবাদী নেতা-সহ তিন। জানা গিয়েছে, শীর্ষ নেতার মাথার দাম এক কোটি টাকা। আরও দুই মাওবাদী নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত কমান্ডারের নাম সহদেব সোরেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল এই সহদেব। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গিরিডি পুলিশ ও কোবরা ব্যাটালিয়ন। দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় র্ষ মাও কমান্ডার-সহ আরও ২ জন। বাকি দুই নিহতের নাম রঘুনাথ হেমব্রম ও বীরসেন গানঝু। রঘুনাথের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। গানঝুর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। এদিন ভোর ৬ টায় গিরিডি-বোকারো সীমান্তের কাছে অভিযান শুরু হয়। এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার লক্ষ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এরপরই দেশের বিভিন্ন জায়গায় চলছে অভিযান।

ঝাড়খণ্ডে জঙ্গলে অভিযান, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু শীর্ষ মাওবাদী নেতা-সহ ২