প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ ছত্তিশগড়ে(Chhattisgarh) ফের নিরাপত্তাবাহিনীর সাফল্য পুলিশের (পুলিশ)গুলিতে খতম দুই মাওবাদী সদস্য মৃতদের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা নিরাপত্তা বাহিনীর এই সাফল্যের প্রশংসা করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছে, সোমবার ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের সীমানায় নারায়ণপুর জেলায় অবুঝমাঢ় জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এই অভিযানেই খতম হয় রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কোসা দাদা ওরফে কাদারি সত্যনারায়ণ রেড্ডি-র দু'জনেই সিপিআই (মাওবাদী) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল বলে খবর

ছত্তিশগড়ের জঙ্গলে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদী নেতার

আরও জানা গিয়েছে, তারা দু'জনেই তেলেঙ্গানার বাসিন্দা গত তিন দশক ধরে তাদের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ রয়েছে আগেই তাদের ধরে দিতে পারলে ৪০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয় বস্তার রেঞ্জের আইজি জানিয়েছেন, এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে অভিযান চালালে শুরু হয় সংঘর্ষ এরপরই ঘটনাস্থল থেকে দুই মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে একটি ইনসাস রাইফেল, একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ক্যাম্পিং করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

ছত্তিশগড়ে ফের সাফল্য, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ২ মাওবাদী নেতা