বাবার জন্য কেঁদেই চলেছে রাঘবি

দিল্লি, ৬ এপ্রিল:  ছত্তীশগড়ের (Chhattisgarh) বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াইয়ের ঘটনায় ইতিমধ্যেই ২২ জওয়ানের মৃত্যু হয়েছে। ছত্তীশগড়ে মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াইয়ের সময় সেখান থেকে অপহরণ করা হয় রাকেশ্বর সিং মানহা নামে সিআরপিএফের (CRPF) এক জওয়ানকে। যে খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ে মানহার পরিবার।

মাওবাদীদের (Naxal Attacks) হাতে বন্দি রাকেশ্বর কে আছেন, কীভাবে তাঁর দিন কাটছে, তা নিয়ে প্রতিটি মুহূর্ত উদ্বেগে রয়েছে তাঁর পরিবার। এসবের মধ্যেই মানহার ছোট্ট মেয়ে রাঘবি বাবার কথা শুনে কেঁদে আকুল।

আরও পড়ুন : Kareena’s newborn baby : অবিকল তৈমুর? ভাইরাল করিনার দ্বিতীয় সন্তানের ছবি

মাওবাদীদের হাতে বাবার অপহরণের কথা শুনে রাঘবি বলতে শুরু করে, 'নক্সাল কাকু, দয়া করে আমা বাবাকে বাড়িতে পাঠিয়ে দাও। আমি আমার বাবার পরী। বাবাকে খুব মিস করছি। বাবাকে ছেড়ে দাও। বাড়িতে পাঠিয়ে দাও।'

 

অপহৃত সিআরপিএফ জওয়ানের মেয়ের ওই আবেদন শুনে চোখে জল এসে যায় প্রায় গোটা দেশের। বছর পাঁচেকের রাঘবি যেভাবে বাবার মুক্তির জন্য আকুল নয়নে কেঁদে যাচ্ছে, তা দেখে মন কেমন করে উঠছে মানুষের। সেই কারণে রাঘবির ওই  ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।