নয়াদিল্লি: শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তরফে কোভিড-১৯ -কে (COVID-19) সিজিনাল ফ্লুয়ের মধ্যে রাখার কথা ঘোষণা করা হয়েছে। তারপর রবিবারই পূর্ণবয়স্ক কোভিড-১৯ রোগীদের (Adult COVID-19 patients) সুস্থ করার জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনস্থ কোভিড-১৯ ন্যাশনাল টাস্ক ফোর্স (COVID-19 National Task Force under Ministry of Health and Family Welfare।
COVID-19 National Task Force under Ministry of Health and Family Welfare releases revised clinical guidance for the management of adult COVID-19 patients pic.twitter.com/HvaLtE7nTh
— ANI (@ANI) March 19, 2023
ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের (bacterial infection) ফলে রোগটি হয়েছে এটা যতক্ষণ না পরীক্ষাগারে প্রমাণ হচ্ছে ততক্ষণ অ্যান্টি বায়োটিকের (Antibiotics) ব্যবহার করা যাবে না। কিছু উপসর্গ দেখা গেলে কোভিড-১৯ এর পাশাপাশি অন্যান্য সংক্রমণ (infections) হয়েছে কিনা তাও দেখতে হবে। অল্প সংক্রমণ হলে কিছু স্টেরয়েডের (steroids) ব্যবহার করতে বারণ করা হচ্ছে। আরও পড়ুন: DJ Akshay Kumar Death: ভূবনেশ্বরে উদ্ধার অক্ষয় কুমারের ঝুলন্ত মৃতদেহ, ওডিশার জনপ্রিয় DJ-রহস্যমৃত্যুতে ত্রিকোণ প্রেম যোগ!
Antibiotics should not be used unless there is clinical suspicion of bacterial infection. The possibility of coinfection of COVID-19 with other endemic infections must be considered. Administration of Systemic & Cortico steroids during mild disease is not recommended: ICMR
— ANI (@ANI) March 19, 2023