প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১১ ডিসেম্বর: বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে আক্রমণের কারণে আহত হন জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয় কেমন আছেন জানতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সকালে দিল্লির পিএমও অফিস থেকে এই খবর জানানো হয়। তবে ফোনে ঠিক কী কথা বলেছেন প্রধানমন্ত্রী। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আক্রান্ত হওয়ার পরে কেমন আছেন তাঁরা, জানতে চান প্রধানমন্ত্রী।

আজ জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) রাজ্য পুলিশের ডিজি (DGP) এবং মুখ্য সচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করে। সূত্রের আরও খবর, রাজ্যপাল জগদীন ধনখর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন। এরপরই ডিজিপি ও মুখ্যসচিবকে ডেকে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। ১৪ ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে। আরও পড়ুন, নাড্ডার সফরে ধুন্ধুমারের প্রতিবাদে মুম্বইয়ে মমতা ব্যানার্জির ছবিতে কালি, পোড়ানো হল কুশপুতুল; দিল্লিতে অভিষেকের বাসভবনে কালি

বৃহস্পতিবার বঙ্গে বিজেপি নেতাদের ডায়মন্ড হারবার সফরে ইটবৃষ্টি ও ধুরন্ধুমারের পর দেশজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে কালি লাগানো হয়। অন্যদিকে, আজ সকালে মহারাষ্ট্রের মুম্বইতে মমতা ব্যানার্জির ছবিতে কালি লাগিয়ে চলে বিক্ষোভ, পোড়ানো হয় কুশপুতুল। স্লোগান ওঠে-"মমতা হঠাও, দেশ বাঁচাও"। অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে হিন্দিতে স্লোগান ওঠে, "অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার লজ্জা হওয়া উচিত"।