মুম্বই ও দিল্লি, ১১ ডিসেম্বর: বৃহস্পতিবার বঙ্গে বিজেপি নেতাদের ডায়মন্ড হারবার সফরে ইটবৃষ্টি ও ধুরন্ধুমারের পর দেশজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে কালি লাগানো হয়। অন্যদিকে, আজ সকালে মহারাষ্ট্রের মুম্বইতে মমতা ব্যানার্জির ছবিতে কালি লাগিয়ে চলে বিক্ষোভ, পোড়ানো হয় কুশপুতুল। স্লোগান ওঠে-"মমতা হঠাও, দেশ বাঁচাও"। অভিষেক ব্যানার্জির দিল্লির বাসভবনে হিন্দিতে স্লোগান ওঠে, "অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার লজ্জা হওয়া উচিত"।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এদিন রাতে বঙ্গভবন ও সাংসদ অভিষেক ব্যানার্জির বাসভবনে হামলা চলে। একইসঙ্গে অভিষেকের বাসভবনের বাইরের দেওয়ালে, নেমপ্লেটে কালি লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারী ওই যুবকরা। অভিযোগ, সেই বাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয়েছে। একইভাবে তাণ্ডব চালানো হয় দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনেও। আরও পড়ুন, জেপি নাড্ডার কনভয়ে হামলা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে কেন্দ্র, জানালেন অমিত শাহ
Maharashtra: BJP workers convene in Mumbai, protesting yesterday's stone-pelting attack on the convoy of BJP President JP Nadda in Kolkata pic.twitter.com/iEjTJcaJBY
— ANI (@ANI) December 11, 2020
গতকাল ডায়মন্ডহারবার যাওয়ার পথেই বেশ কয়েকবার বাধার মুখে পড়ে জেপি নাড্ডার কনভয়। গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। বুলেটপ্রুফ গাড়িতে থাকার কারণে নাড্ডার আঘাত লাগেনি। কৈলাস বিজয়বর্গীয় এবং রাহুল সিনহার গাড়ির কাচ ভেঙেছে ইটের ঘায়ে। ভাঙচুর চলেছে সংবাদ মাধ্যমের গাড়িতেও। জনরোষ থেকে রেহাই পায়নি একটি বেসরকারি বাস।