মোদির দুই সেনাপতি-রাজনাথ সিং ও অমিত শাহ।| (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ৩১ মে: গতকাল শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি টু (Narendra Modi Cabinet 2.0) ক্যাবিনেটের মন্ত্রীরা। আর আজ জানিয়ে দেওয়া হল কার কোন মন্ত্রক পাচ্ছেন। মোদি টু মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ (Amit Shah)। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো রাজনাথ সিং (Rajnath singh)-কে দেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব। প্রতিরক্ষা মন্ত্রক এতগুলো বছর এর আগে যাঁর দায়িত্বে ছিল, সেই নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) এলেন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকে। সুষমা স্বরাজ (Sushma Swaraj)-র জায়গায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বিদেশ সচিব এস.জয়শঙ্করকে।

আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দেওয়া স্মৃতি ইরানিকে দেওয়া হল শিশু ও নারী কল্য়াণ দফতর মন্ত্রকের দায়িত্ব। এতদিন যে মন্ত্রক সামলেছিলেন মানেকা গান্ধী। সঙ্গে আমেথির নয়া সাংসদ স্মৃতি সামলাবেন বস্ত্র মন্ত্রকের দায়িত্ব।  রেলমন্ত্রী থেকে গেলেন পীযুষ গোয়েল। আরও পড়ুন- রেকর্ড ১৮-র পরেও 'সান্ত্বনা'-র দুই, হতাশা লুকিয়ে বিধানসভা ভোটে নজর রাজ্যে বিজেপি নেতাদের

প্রকাশ জাভেরেকর-কে দেওয়া হল তথ্য-সম্প্রচার ও পরিবেশ মন্ত্রকের দায়িত্ব। স্বাস্থমন্ত্রী হিসেবেই কাজ করবেন দিল্লির অভিজ্ঞ নেতা হর্ষবর্ধন। পাশাপাশি তিনি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন নীতীন গড়করীকে সড়ক ও পরিবহন দফতরেই রাখা হল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বও তাঁরই। আইন ও যোগাযোগমন্ত্রী হলেন রবীশঙ্কর প্রসাদ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। দেখুন মোদি টু মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা কে কোন দফতরে

এক নজরে নরেন্দ্র মোদি টু মন্ত্রিসভা-র পূর্ণ মন্ত্রীরা কোন মন্ত্রকের দায়িত্বে-

ক্যাবিনেট মন্ত্রী কোন মন্ত্রক
রাজনাথ সিং  প্রতিরক্ষা
অমিত শাহ  স্বরাষ্ট্র
নীতিন গডকরী  সড়ক ও পরিবহন
সদানন্দ গৌড়া  সার ও রসায়ন মন্ত্রী
নির্মলা সীতারমন  অর্থ ও কর্পোরেট বিষয়ক
রামবিলাস পাসোয়ান  খাদ্য, গণবন্টন ব্যবস্থা ও ক্রেতা স্বার্থ বিষয়ক
নরেন্দ্র সিং তোমার  গ্রামীন উন্নয়ন, কৃষি ও পঞ্চায়েত রাজ
রবীশঙ্কর প্রসাদ  আইন, যোগাযোগ
হরসিমরত কৌর বাদল  খাদ্য প্রক্রিয়াকরণ
থায়োর চাঁদ গেহলাট  সামাজিক ন্যায়
এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রক
রমেশ পোখরিয়াল নিশাঙ্ক  মানব সম্পদ উন্নয়ন
অর্জুন মুন্ডা  তফশিলি উন্নয়ন
স্মৃতি ইরানি  বস্ত্র, নারী ও শিশুকল্যাণ
ড.হর্ষবর্ধন  স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রক
প্রকাশ জাভেরকর  পরিবেশ ও তথ্য-সম্প্রচার
পীযুষ গোয়েল  রেল
ধর্মেন্দ্র প্রধান  ইস্পাত ও পেট্রোলিয়াম মন্ত্রী
মুখতার আব্বাস নাকভি  সংখ্যালঘু উন্নয়ন
প্রহ্লাদ যোশী  সংসদ বিষয়ক ও কয়লা
মহেন্দ্র নাথ পান্ডে  দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ
অরবিন্দ সাওয়ান্ত  ভারী শিল্প
গিরিরাজ সিং  পশু পালন
গজেন্দ্র সিং শেখওয়াত- জলসম্পদ

মোদি টু মন্ত্রিসভায় মন্ত্রীদের বাছা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী মূলত দুটি বিষয়ে জোর দিলেন-১) কাজের লোক, ২) অভিজ্ঞতা। আগামী দিনে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বেশ কঠিন চ্যালেঞ্জে আসতে চলেছে, তাই অভিজ্ঞ রাজনাথ সিংকে আনা হল। পাশাপাশি বিজেপি-সভাপতি হয়ে গোটা দেশটাকে একেবারে হাতের তালুর মত চেনেন বলে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। অরুন জেটলির অনুপস্থিতিতে নির্মলা সীতারমনকে অর্থ মন্ত্রকে আনা হল।

Union Minister of State, Independent Charge মন্ত্রক
সন্তোষ কে গ্যাংওয়ার শ্রম এবং কর্মসংস্থান
 ইন্দ্রজিত সিং পরিকল্পনা; পরিসমংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন
শ্রীপদ ওয়াই নায়েক আয়ুর্বেদ, যোগা এবং ন্য়াচোরপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি (আয়ুষ); প্রতিরক্ষা (MOS)
জিতেন্দ্র সিং উত্তর পূর্ব ভারতের উন্নয়ন; পিএমও (MoS); মানুষের অভিযোগ  (MoS); পার্সোনেল (MoS); পারমনবিক শক্তি (MoS); মহাকাশ গবেষণা (MoS)
কিরেন রাজু ক্রীড়া ও যুবকল্যাণ; সংখ্যালঘু উন্নয়ন
প্রহ্লাদ সিং প্যাটেল পর্যটন; সংস্কৃতি
রাজ কুমার সিং শক্তি; মান্নোয়ন এবং উদ্যোগ
হরদীপ সিং পুরী নগরোন্নয়ন ও হাউজিং; বিমান; বানিজ্য এবং শিল্প
মনসুখ মনদাভিয়া জাহাজ, সার ও রসায়ন

বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রী হবেন। বাবুল সুপ্রিয় সামলাবেন বন-জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর স্মৃতি ইরানি যে দফতরের পূর্ণমন্ত্রী সেই শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন রায়গঞ্জের নতুন সাংসদ দেবশ্রী চৌধুরী।