পরিবেশ-বন দফতেরর প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়(Photo Credit: PTI)

নয়া দিল্লি, ৩১মে: নরেন্দ্র মোদি (Narendra Modi)- টু মন্ত্রিসভার শপথগ্রহণে বাংলার দুই সাংসদ আসানসোলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী (Deboshree Chowdhury) শপথ নিয়েছিলেন। আজ জানানো হল তাঁরা কোন মন্ত্রকের দায়িত্বে থাকবেন। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রী হবেন। বাবুল সুপ্রিয় সামলাবেন বন-জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর স্মৃতি ইরানি যে দফতরের পূর্ণমন্ত্রী সেই শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন রায়গঞ্জের নতুন সাংসদ দেবশ্রী চৌধুরী।

মোদি টু মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ (Amit Shah)। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো রাজনাথ সিং (Rajnath singh)-কে দেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব। প্রতিরক্ষা মন্ত্রক এতগুলো বছর এর আগে যাঁর দায়িত্বে ছিল, সেই নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) এলেন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকে। সুষমা স্বরাজ (Sushma Swaraj)-র জায়গায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বিদেশ সচিব এস.জয়শঙ্করকে। দেখুন এক নজরে মোদি টু মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীরা কে কোন মন্ত্রকে 

এক নজরে মোদি টু মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা--

প্রতিমন্ত্রী মন্ত্রক
ফাগ্গানসাতে কুলাসাতে ইস্পাত
অশ্বিনী কুমার চৌবে স্বাস্থ্য, পরিবার কল্যাণ
অর্জুন রাম মেঘওয়াল সংসদ বিষয়ক, ভারী শিল্প এবং পাবলিক ইন্টারপ্রাইস
ভি.কে. সিং সড়ক পরিবহন এবং হাইওয়ে
কৃষ্ণণন পাল সমাজ সুরক্ষা
দানাভে রাওসাহেব দাদারাও ক্রেতাসুরক্ষা, খাদ্য এবং গণবন্টন
জি. কিষাণ রেড্ডি স্বরাষ্ট্রমন্ত্রক
পুরুষত্তোম রুপালা কৃষি, ও কৃষক কল্যাণ প্রতি মন্ত্রক
রামদাস আঠওয়ালে  সমাজ সুরক্ষা
স্বাধী নিরঞ্জন জ্যোতি  গ্রামোন্নয়ন
বাবুল সুপ্রিয়  পরিবেশ, বন, পরিবেশ পরিবর্তন
সঞ্জীব কুমার বাল্যয়ান পশু সুরক্ষা,ডায়েরি, মত্স্য
ধোতরে সঞ্জয় শামরাও  মানবসম্পদ, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি
অনুরাগ সিং ঠাকুর  অর্থ, কর্পোরেট বিষয়ক
অঙ্গাদি  সুরেশ চন্নবাসাপ্পা  রেল
নিত্যানন্দ রাই  স্বরাষ্ট্রমন্ত্রী
রতন লাল খাটারিয়া জল শক্তি, সামাজিক সুরক্ষা
মুরলীধরন  বিদেশ মন্ত্রক, সংসদ বিষয়ক
Renuka Singh Saruta তফসিলি উন্নয়ন
সোম প্রকাশ  শিল্প এবং বানিজ্য
রামেশ্বর তেলি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
প্রতাপ চন্দ্র সারেঙ্গি  পশুপালন, মত্স
কৈলাশ চৌধুরী  কৃষি, কৃষক উন্নয়ন
দেবশ্রী চৌধুরী  নারী ও শিশু কল্যাণ উন্নয়ন

আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দেওয়া স্মৃতি ইরানিকে দেওয়া হল শিশু ও নারী কল্য়াণ দফতর মন্ত্রকের দায়িত্ব। এতদিন যে মন্ত্রক সামলেছিলেন মানেকা গান্ধী। সঙ্গে আমেথির নয়া সাংসদ স্মৃতি সামলাবেন বস্ত্র মন্ত্রকের দায়িত্ব।  রেলমন্ত্রী থেকে গেলেন পীযুষ গোয়েল।