নয়া দিল্লি, ৩১মে: নরেন্দ্র মোদি (Narendra Modi)- টু মন্ত্রিসভার শপথগ্রহণে বাংলার দুই সাংসদ আসানসোলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী (Deboshree Chowdhury) শপথ নিয়েছিলেন। আজ জানানো হল তাঁরা কোন মন্ত্রকের দায়িত্বে থাকবেন। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রী হবেন। বাবুল সুপ্রিয় সামলাবেন বন-জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর স্মৃতি ইরানি যে দফতরের পূর্ণমন্ত্রী সেই শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন রায়গঞ্জের নতুন সাংসদ দেবশ্রী চৌধুরী।
মোদি টু মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ (Amit Shah)। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো রাজনাথ সিং (Rajnath singh)-কে দেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব। প্রতিরক্ষা মন্ত্রক এতগুলো বছর এর আগে যাঁর দায়িত্বে ছিল, সেই নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) এলেন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকে। সুষমা স্বরাজ (Sushma Swaraj)-র জায়গায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বিদেশ সচিব এস.জয়শঙ্করকে। দেখুন এক নজরে মোদি টু মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীরা কে কোন মন্ত্রকে
এক নজরে মোদি টু মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা--
প্রতিমন্ত্রী | মন্ত্রক |
ফাগ্গানসাতে কুলাসাতে | ইস্পাত |
অশ্বিনী কুমার চৌবে | স্বাস্থ্য, পরিবার কল্যাণ |
অর্জুন রাম মেঘওয়াল | সংসদ বিষয়ক, ভারী শিল্প এবং পাবলিক ইন্টারপ্রাইস |
ভি.কে. সিং | সড়ক পরিবহন এবং হাইওয়ে |
কৃষ্ণণন পাল | সমাজ সুরক্ষা |
দানাভে রাওসাহেব দাদারাও | ক্রেতাসুরক্ষা, খাদ্য এবং গণবন্টন |
জি. কিষাণ রেড্ডি | স্বরাষ্ট্রমন্ত্রক |
পুরুষত্তোম রুপালা | কৃষি, ও কৃষক কল্যাণ প্রতি মন্ত্রক |
রামদাস আঠওয়ালে | সমাজ সুরক্ষা |
স্বাধী নিরঞ্জন জ্যোতি | গ্রামোন্নয়ন |
বাবুল সুপ্রিয় | পরিবেশ, বন, পরিবেশ পরিবর্তন |
সঞ্জীব কুমার বাল্যয়ান | পশু সুরক্ষা,ডায়েরি, মত্স্য |
ধোতরে সঞ্জয় শামরাও | মানবসম্পদ, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি |
অনুরাগ সিং ঠাকুর | অর্থ, কর্পোরেট বিষয়ক |
অঙ্গাদি সুরেশ চন্নবাসাপ্পা | রেল |
নিত্যানন্দ রাই | স্বরাষ্ট্রমন্ত্রী |
রতন লাল খাটারিয়া | জল শক্তি, সামাজিক সুরক্ষা |
মুরলীধরন | বিদেশ মন্ত্রক, সংসদ বিষয়ক |
Renuka Singh Saruta | তফসিলি উন্নয়ন |
সোম প্রকাশ | শিল্প এবং বানিজ্য |
রামেশ্বর তেলি | খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প |
প্রতাপ চন্দ্র সারেঙ্গি | পশুপালন, মত্স |
কৈলাশ চৌধুরী | কৃষি, কৃষক উন্নয়ন |
দেবশ্রী চৌধুরী | নারী ও শিশু কল্যাণ উন্নয়ন |
আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দেওয়া স্মৃতি ইরানিকে দেওয়া হল শিশু ও নারী কল্য়াণ দফতর মন্ত্রকের দায়িত্ব। এতদিন যে মন্ত্রক সামলেছিলেন মানেকা গান্ধী। সঙ্গে আমেথির নয়া সাংসদ স্মৃতি সামলাবেন বস্ত্র মন্ত্রকের দায়িত্ব। রেলমন্ত্রী থেকে গেলেন পীযুষ গোয়েল।