Stop Rape (Photo Credit: Latestly)

নাগপুর, ২৫ সেপ্টেম্বর: নাগপুরে (Nagpur) ভয়াবহ ঘটনা৷ অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণের পর জোর করে তাঁর গর্ভপাত করানো হয়৷ অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথমে ধর্ষণ করা হয় ওই তরুণীকে৷ এরপর অত্যাচার করে, ঘরের মধ্যেই তাঁকে গর্ভপাত করতে বাধ্য করাতে হয়৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়৷

রিপোর্ট প্রকাশ, সোহেল ওয়াহাব খান নামে এক যুবকের সঙ্গে প্রায় ৬ বছর ধরে সম্পর্কে জড়ান নাগপুরের যশোধরা নাগরের এক তরুণী৷ সম্পর্কে থাকাকালীনই ওই তরুণীর উপর মানসিক অত্যাচার শুরু করে সোহেল৷ এরপর ২০১৬ থেকে ওই তরুণীকে যৌন হেনস্থা (Rape) শুরু করে সোহেল নামের ওই তরুণ (Youth)৷ এরপর ওই তরুণী অন্তঃসত্ত্বা হলেও, তাঁর উপর ধর্ষণ বন্ধ করেনি সোহেল৷ কীভাবে ওই গর্ভপাত করতে হবে, তা ইউটিউবে দেখতে বলা হয় তরুণীকে৷

আরও পড়ুন: Cyclone Gulab: রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'গুলাব', ওড়িশা, অন্ধ্রে সতর্কতা, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

ইউটিউবে (Youtube) গর্ভপাতের (Abortion) ভিডিয়ো দেখিয়ে, বাড়ির মধ্য়েই ওই তরুণীকে নিজের গর্ভের ভ্রুণ নষ্ট করতে বাধ্য করে সোহেল৷ কয়েক সপ্তাহ আগে সোহেল ওই তরুণীকে বাধ্য করে গর্ভপাত করতে৷ সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যদের সঙ্গে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা৷ সম্পর্কের প্রথম থেকে গত ৬ বছর ধরে তাঁর উপর সোহেল কীভাবে অত্যাচার করে, তা জানানো হয় পুলিশকে৷

পুলিশের (Police) তরফে জানা যায়, সোহেল ওয়াহাব খান নামে ওই যুবক আগে থেকেই বিবাহিত৷ বাড়িতে তার স্ত্রী, সন্তান রয়েছে৷ কিন্তু রোজগার তেমন নেই৷ সবকিছু লুকিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সোহেল দিনের পর দিন ধরে ওই তরুণীর সঙ্গে সহবাস করতে শুরু করে৷ সেই সঙ্গে তরুণীর উপর চলে তার ধর্ষণ এবং অত্যাচারের পালা৷ শুধু তাই নয়, প্রথম বিয়ের বিচ্ছেদের পর দ্বিতীয়বার সংসার পাতে সোহেল৷ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাড়িতে তার এক সন্তানও রয়েছে৷ সবকিছু মিলিয়ে নাগপুরের ওই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশও ধ্বন্দে পড়ে যায়৷