Cyclone Gulab: রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'গুলাব', ওড়িশা, অন্ধ্রে সতর্কতা, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা
Cyclone, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) চোখ রাঙানি৷ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ৷ যা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে রবিবার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে মৌসম ভবন৷ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম দিয়ে ওই ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে বলে খবর৷ রবিবার বিকেলেই ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে৷ যার জেরে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তার নাম হবে গুলাব (Gulab)৷ য়াসের পর এবং গুলাবের নামকরণ করেছে পাকিস্তান৷ নতুন এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এবাকায় জোর সতর্কতা জারি করা হয়েছে৷

আরও পড়ুন: Bhabanipur BY-Election: 'বিজেপি উগ্র, নিষ্ঠুর, উন্মাদ', ভবানীপুরের জনসভা থেকে তীব্র আক্রমণ মমতার

য়াসের প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দীঘা সহ বিস্তীর্ণ পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়৷ যার জেরে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণার বহু এলাকা থেকে মানুষ ঘরছাড়া৷ গুলাবের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মৌসম ভবনের তরফে৷