দিল্লি, ৯ নভেম্বর: মিজো ভাষা না জানলে মিজোরামের (Mizoram) মুখ্যসচিব হিসেবে কীভাবে কাজ করবেন রেণু শর্মা? মিজোরামের মন্ত্রীরা হিন্দি ভাল জানেন না। অনেকে ইংরেজিও ভাল করে বোঝেন না। তাই, মিজো ভাষা না জানলে কোনওভাবেই মিজোরামের মুখ্যসচিব হিসেবে কেউ কাজ করতে পারবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যত শিগগিরই সম্ভব রাজ্যের মুখ্যসচিব হিসেবে রেণু শর্মাকে সরিয়ে অতিরিক্তি মুখ্যসচিব জে সি জোরামথাঙ্গাকে দায়িত্ব দেওয়া হোক। এমনই দাবি করেন মিজোরামের মুখ্যমন্ত্রী পু জোরামথাঙ্গা ( Mizoram Chief Minister)।
গত ২৯ অক্টোবর মিজেরামের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রেণু শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে মিজোরামের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নির্দেশের পর মিজেরাম সরকারের তরফে নয়া মুখ্যসচিব হিসেবে জেসি জোরামথাঙ্গার নাম ঘোষণা করা হয়। ১ নভেম্বর থেকে জেসি জোরামথাঙ্গা মিজোরামের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়। ফলে বর্তমানে মিজোরামে ২ জন মুখ্যসচিব দায়িত্বভার সমালাচ্ছেন।
আরও পড়ুন: Nawab Malik: ''দেবেন্দ্র ফড়ণবীশের আন্ডারওয়ার্ল্ড লিঙ্ক ফাঁস করব'', দাবি মহা মন্ত্রী নবাব মালিকের
মিজোরামের মুখ্যমন্ত্রীর (Zoramthanga) কথায়, সে রাজ্যের মন্ত্রীরা কেউ হিন্দি (Hindi) বোঝেন না। অনেকে আবার ইংরেজিও (English) জানেন না। ফলে মুখ্যসচিব স্থানীয় ভাষা না জানলে কীভাবে কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁরা এনডিএ জোটের সদস্য। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাতে মিজোরামের মুখ্যসচিব নিয়োগের বিষয়টি নিয়ে তাদের দাবিতে নজর দেন, সেই আবেদন করেন পু জোরামথাঙ্গা।