মুম্বই, ৯ নভেম্বর: নবাব মালিকের (Nawab Malik) সঙ্গে মুম্বই বিস্ফোরণে (Mumbai Blast) অভিযুক্তের যোগসূত্র রয়েছে। মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। দেবেন্দ্র ফড়ণবীশের ( Devendra Fadnavis) ওই অভিযোগের পর এবার পালটা মুখ খুললেন নবাব মালিক।
আরও পড়ুন: Nawab Malik: 'মুম্বই বিস্ফোরণে অভিযুক্তের সঙ্গে নবাব মালিকের যোগসূত্র', অভিযোগ বিজেপির ফড়ণবীশের
তিনি বলেন, বুধবার তিনি হাইড্রোজন বোমা ফাটাবেন। 'আন্ডারওয়ার্ল্ডের' সঙ্গে বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশের কীভাবে যোগসূত্র রয়েছে, সে বিষয়েই তিনি খোলসা করবেন বলে জানান মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।
Mumbai | I will drop a hydrogen bomb tomorrow in connection with Devendra Fadnavis. I will expose Devendra Fadnavis' underworld links: Maharashtra minister Nawab Malik pic.twitter.com/gqiyel94Lw
— ANI (@ANI) November 9, 2021
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে দেবেন্দ্র ফড়ণবীশ অভিযোগ করেন, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের সঙ্গে যোগ রয়েছে নবাব মালিকের। মুম্বই (Mumbai) বিস্ফোরণে অভিযুক্তের কাছ থেকে জমি কেনেন নবাব মালিক। বাজার চলতি দামের চেয়ে বেশ কয়েকগুণ দাম কমে ওই সময় মুম্বই বিস্ফোরণে অভিযুক্তের কাছ থেকে সম্পত্তি কেনেন নবাব। এমনই অভিযোগ করেন দেবেন্দ্র ফড়ণবীশ। তারপরই এবার পালটা তোপ দাগলেন নবাব মালিক।