Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৯ অক্টোবর: পেট্রোলের (Petrol) পর এবার ডিজেলের  (Diesel)দামও সেঞ্চুরি হাঁকাল। দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইয়ে (Mumbai) ডিজেলের (Mumbai Diesel Prices) দাম লিটার প্রতি একশো টাকা ছাড়িয়ে গেল। আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৩০ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে যাওয়ায় আরব সাগরের তীরে গাড়িতে ডিজেল ভরতে হলে গুণতে হচ্ছে সেঞ্চুরি রেট। এই নিয়ে টানা পাঁচদিন দেশে জ্বালানী তেলের দাম বাড়ল। মুম্বইয়ে এখন এক লিটার ডিজেলের দাম ১০০.২৯ টাকা। আর পেট্রোলের দাম ১০৯.৮৩ টাকা।

সেখানে কলকাতায় এখন লিটার প্রতি ডিজেলের দর (Kolkata Diesel Prices) বেড়ে হল ৯৫.৫৮ টাকা। কলকাতাতেও আগামী দিনে পেট্রোলের মত ডিজেলের দরও সেঞ্চুরি করলে অবাক হওয়ার থাকবে না। আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে গ্রেফতার হলেও, বিজেপি ঘনিষ্ঠ ৩ জনকে মুক্ত করে এনসিবি, অভিযোগ এনসিপির

আজ, বুধবার কলকাতায় পেট্রোলের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৪.৫২ টাকা। এটাই সর্বকালীন সর্বোচ্চ দর। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দর ১০৩.৮৪ টাকা ও ডিজেলের দর ৯২.৪৭ টাকা।