Aryan Khan, Nawab Malik (Photo Credit: Twitter)

মুম্বই, ৯ অক্টোবর: গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে আরিয়ান খানদের (Aryan Khan) সঙ্গে যাঁদের গ্রেফতার করা হয়, তার মধ্যে ছিলেন বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ৩ জন৷ সেই কারণে গ্রেফতারির পরপরই তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ ফের এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷

মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রীর অভিযোগ, বিজেপি নেতা মোহিত কাম্বোজের শ্যালক হলেন রিষভ সচদেভ৷ সেই কারণে গোয়াগামী প্রমোদতরী থেকে রিষভ সচদেভকে পাকড়াও করা হলেও, তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ মুম্বইয়ের বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি মোহিত কাম্বোজের শ্যালক রিষভ সচদেভের সঙ্গে আমির ফার্নিচারওয়ালা এবং প্রতীক গাবাকেও মুক্ত করা হয়৷ প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালাও বিজেপি ঘনিষ্ঠ৷ সেই কারণে তাঁদের মুক্ত করা হয় বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী৷ তবে কাদের নির্দেশে রিষভ, প্রতীক এবং আমিরকে মুক্ত করা হলে, তা এনসিবি (NCB) খোলসা করুক বলে দাবি করেন নবাব মালিক৷

৩ অক্টোবর রাতে গোয়াগামী প্রমোদতরী থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়৷ অথচ রাত পোহাতেই সেই সংখ্যাটা ১১ থেকে কমে ৮-এ গিয়ে দাঁড়ায় বলে দাবি করেন নবাব মালিক৷ গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যেই ৩ জনেক ছেড়ে দেয় এনসিবি৷ এমনই দাবি করেন মহা মন্ত্রী৷

 

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ান মামলা, এনসিবির সমীর ওয়াংখেড়ের সঙ্গে বিজেপি যোগ, অভিযোগ মহা মন্ত্রীর

রিষভ সচদেভ, আমির ফার্নিচারওয়ালা এবং প্রতীক গাবাকে মুক্ত করা হোক বলে রবিবার রাতেই দিল্লির বিজেপি নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়৷ এরপরই এনসিবি ওই ৩ জনকে মুক্ত করে বলে দাবি নবাব মালিকের৷

মহারাষ্ট্র সরকার এবং বলিউডকে বদনাম করতেই বিজেপি (BJP) এসব করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে বলেও অভিযোগ করেন মহারাষ্ট্রের মন্ত্রী৷ প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালার আমন্ত্রণেই সেদিন আরিয়ান ওই প্রমোদতরীর পার্টিতে গিয়েছিলেন৷ ফলে গোটা ঘটনাই সাজানো এবং ভুয়ো বলে এনসিবির বিরুদ্ধে ফের তোপ দাগেন নবাব মালিক৷